04/20/2025 আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে মঙ্গলবার আফগান বিশেষ বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে।
Mahbubur Rohman Polash
১৬ মে ২০১৮ ১৪:২১
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে মঙ্গলবার আফগান বিশেষ বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে।
বুধবার বিশেষ বাহিনীর কমান্ড একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
অপারেশনাল কোঅর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেহ ইয়াক-ই-কালান গ্রামে এই হামলা চালানো হয়। এতে ১৫ তালেবান জঙ্গি নিহত ও আরো একজন আহত হয়েছে।’
মঙ্গলবার প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে কয়েকশ তালেবান সমন্বিত হামলা চালিয়ে একটি অংশ দখল করে নেয়। তবে সৈন্যরা রাতে পাল্টা হামলা চালিয়ে আবার তা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে।