04/21/2025 না ফেরার দেশে শেরপুরের তালহার সপ্ন
Mahbubur Rohman Polash
১৬ মে ২০১৮ ১৭:২৩
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষা ফলাফল বেড়িয়েছে, পাশও করেছে আবু তালহা। বগুড়া পলিটেকনিক্যাল ভর্তির প্রস্তুতি নিচ্ছিল সে। ঠিক এমন সময় শেষ হয়ে গেল তালহার সপ্ন, বৈদ্যুতিক শকে জীবন প্রদীপ নিভে গেল চলে গেল না ফেরার দেশে আবু তালহার সপ্ন ও জীবন।
বগুড়ার শেরপুরে গতকাল সন্ধ্যায় ধান উড়ানোর ফ্যানের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা যান আবু তালহা (১৬)। সে শেরপুর উপজেলার সাতারা আরাজী পাড়া গ্রামের আছাব আলীর ছেলে।
জানা যায়, গত রবিবার বিকেলে বাড়িতে ধান উড়ানোর জন্য বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পরে যায়। বাইরের কেউ বুঝতে না পেরে তার কাছে কেউ এগিয়ে না গেলে তার অবস্থা আরো গুরুতর হয়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আবু তালহা উপজেলার কল্যাণী উচ্চ বিদ্যালয় থেকে এবার এইচএসসি পাশ করেছে এবং বগুড়া পলিটেকনিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।