04/21/2025 রাষ্ট্রপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন।
Mahbubur Rohman Polash
২৪ মে ২০১৮ ০১:০৭
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি বিকেল তিনটায় ত্রিশালে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন।’
২৫ মে দরিরামপুর নজরুল মঞ্চে শুরু হওয়া এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন। অনুষ্ঠান শেষ হবে ২৭ মে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি।
জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ইতোমধ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।