04/21/2025 মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাটকে আটক
Mahbubur Rohman Polash
২৫ মে ২০১৮ ০২:৩৩
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে জসিম মোল্লা (৪৫) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
২৩ মে রাত ১২ টা থেকে ২৪ মে রাত ১২টা পর্যন্ত সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের নেতৃত্বে ও অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালকালে পুরান ভাষানচর গ্রামের জনৈক ডাঃ জুবায়ের এর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের মোল্লাবাড়ীর মৃত আফাজ উদ্দিন মোল্লার ছেলে জসিম মোল্লা (৪৫)।
এসময় পুলিশ ধৃত আসামীর দেহ তল্লাশী করতে চাইলে আসামী তার পরিহিত লুঙ্গীর বাম কোচা থেকে একটি নীল রংএর এয়ার টাইট প্লাষ্টিকের প্যাকেটের ভিতর রক্ষিত ১০৪ পিছ ইয়াবা ট্যাবল বের করে দিলে সিরাজদিখান থানার এস আই আনিছুর জামান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযান পরিচালনাকালে জসিম মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান পরিচালকালে আসামীকে ১০৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।