04/20/2025 মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন
Mahbubur Rohman Polash
২৭ মে ২০১৮ ১৭:০৯
ওয়াশিংটন, ২৭ মে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে সবকিছুই ‘অত্যন্ত চমৎকারভাবে’ এগুচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প হোয়াইট হাউসে ভেনিজুয়েলা থেকে মুক্তিপ্রাপ্ত এক মার্কিন কারাবন্দির সঙ্গে বৈঠককালে বলেন, ‘কিমের সঙ্গে তার বৈঠকের বিষয়ে সবকিছুই চামৎকারভাবে এগুচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা ১২ জুন সিঙ্গাপুরের ওই বৈঠকের অপেক্ষায় রয়েছি।’