নয়াদিল্লী, ১ জুলাই, ২০১৮ উত্তর দিল্লীর বুরারি এলাকার এক বাড়ি থেকে রোববার ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
ইন্ডিয়া টুডে চ্যানেলের রিপোর্টে বলা হয়, সবগুলো মৃতদেহ ঝুলন্ত এবং চোখ বাঁধা অবস্থায় ছিল।
এদের মধ্যে ৪ নারী, ২ পুরুষ এবং ৫ শিশু রয়েছে।
পরিবারের প্রধান ললিত একজন প্লাইউড ব্যবসায়ী এবং প্রায় দুই দশকের বেশি সময় এ বাড়িতেই বসবাস করছিলেন।
ঘটনাটি একটি গণআত্মহত্যা বলে ধারণা করা হলেও দিল্লী পুলিশ ঘটনার তদন্ত করছে।