04/22/2025 বগুড়া শেরপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২ জনকে জেল হাজতে প্রেরণ
gazi anwar
১৪ জুলাই ২০১৮ ১৯:৫৬
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শেরপুরে বালান্দা মধ্যপাড়া গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার ঘটনায় শেরপুর থানা পলিশ গতকাল শনিবার দুপুরে রফিকুল ইসলাম (৪২) ও মুক্তি রাণী সিং (২২) এর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন।
জানা যায়, উপজেলার ভাবানীপুর ইউনিয়নের বালান্দা মধ্যপাড়া গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম’র সাথে একই গ্রামের সন্তোষ সিং এর স্ত্রী মুক্তি রাণী সিং এর দীর্ঘদিন ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় রফিকুল ইসলাম গত শুক্রবার রাত ৯ টার দিকে সুযোগ বুঝে সন্তোষের ঘরে ঢুকে তার স্ত্রী মুক্তি রাণীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ি ঘেরাও করে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে মারধর করে শেরপুর থানা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক পুতুল মোহন্ত বলেন, রফিকুলকে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। সেই মোতাবেক তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করে তাদেরকে গতকাল শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়ার শেরপুরে উৎসব উদ্দিপনার মধ্যে দিয়ে
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
\ শেরপুর (বগুড়া) প্রতিনিধি \ ভক্তের কৃপাহেতু ধর্ম-বর্ণ জাতি বিশ্বাস নির্বিশেষে ভক্তি ভ্রাতৃত্ব এবং মানবতার এক মহামিলন উৎসবে পরিণত করতে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব পৃথিবীতে অবতীর্ণ হন আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথীতে। সেই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা এ তিথীতে ১৪ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশের বগুড়ার শেরপুরে কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে-সুসজ্জিত জগন্নাথ দেবের রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রথযাত্রা উৎসবের শুভ সুচনা করেন, শেরপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুস সাত্তার, এ সময় শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি প্রকাশ কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, উদয় শংকর সাহা, শেরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার, সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাশ রিংকু, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী জগন্নাথ দেবে রথটি শেরপুরের কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে হিন্দু ধর্মমতে জগন্নাথ দেবের মাসীর বাড়ী শহরের গোশাইপাড়া গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়। দিনব্যাপী রথযাত্রা উৎসবে মন্দির অঙ্গনে হাজার হাজার পূন্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
তবে ওই মন্দিরে আগামী ৭দিন তথা উল্টো রথযাত্রা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানাদি, কির্ত্তন ও ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির আয়োজকরা।
অপরদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে স্বাগত জানাতে জগন্নাথ মন্দির ও গোসাইপাড়া গুন্ডিচা মন্দির কমিটির যৌথ আয়োজনে গত শুক্রবার বিকালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছিল।
আবু জাহের
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
তারিখ- ১৪-০৭-২০১৮
মোবাইল-০১৭৫৪৯১৬৩৪৯