লাওসে এ বছরের প্রথম ছয়মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিনহুয়ার।
শুক্রবার স্থানীয় দৈনিক ভিয়েনতিয়েন টাইমস’র খবরে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই লাওসের মধ্যাঞ্চলীয় সাভানাখাত প্রদেশের বাসিন্দা।
লাওসের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার এ সংখ্যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশী।
২০১৭ সালে লাওসে প্রায় ৫ হাজার ৫৮৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এদের মধ্যে ১৪ জন মারা যায়।
গবেষণাগার ও মহামারি বিষয়ক জাতীয় কেন্দ্রের পরিচালক বৃহস্পতিবার ভিয়েনতিয়েন টাইমস’কে বলেন, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত লাওসে ২ হাজার ৪২৬ জনের বেশী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১২ জন মারা গেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ভাইরাসের বিস্তার রোধে ঘরবাড়ি ও কর্মস্থলে মশার সম্ভাব্য প্রজনন স্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে দেশটির জনগণের প্রতি আহবান জানিয়েছে।