04/22/2025 সিরাজদীখানে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
Mahbubur Rohman Polash
২৬ জুলাই ২০১৮ ২১:৪৮
সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত যুবক সোহেল বেপারী (২৮) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১০ দিন পর ২৩শেজুলাই সোমবার রাত ৮ টার দিকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে সে মারা যায়। নিহত সোহেল উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারিকর পাড়ার হবিবুর রহমানের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারীকর পাড়ায় গেল ১৩ জুলাই শুক্রবার নুর মোহাম্মদ বেপারী ছেলে জালাল বেপারীর (১৭) একটি মোবাইল ফোন সেট চুরি হয়। এতে প্রতিবেশী হাবিব বেপারীর ছেলে টনি বেপারীকে (১৮) চোর হিসেবে সন্দেহ করা হয়।
এ নিয়ে ওই দিন রাত ৮টার সময় জালাল ও টনি বেপারীর লোকজনের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। ওই দিন রাতেই গুরুতর আহত অবস্থায় সোহেল বেপারীকে আগারগাঁও ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ১০ দিন মৃতে্যুর সঙ্গে লড়াই করে গতকাল সোমবার রাতে আহত সোহেল বেপারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত সোহেলের লাশ গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় গ্রামের বাড়িতে আনা হয়। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সোহেলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে সিরাজদিখান থানায় পাল্টাপাল্টি দুইটি মামলা দায়ের করে। উভয় পক্ষে ২ জন গ্রেফতার হলে বর্তমানে জেল হাজতে রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পোষ্ট মডাম শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।