10/29/2025 ক্যাটরিনা কাইফ এখন যে কোন চরিএে অভিনয়ে আপওি
Mahbubur Rohman Polash
২৭ July ২০১৮ ১৪:২৯
বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনার অবস্থান সবারই জানা। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তাকে যদি কোনো ছোট চরিত্রের জন্য বলা হয়, সেক্ষেত্রে তার উত্তর নেতিবাচক হওয়াটা স্বাভাবিক। তেমনটাই করলেন ক্যাটরিনা কাইফ। পরিচালক আলী আব্বাস জাফর নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘ভারত’। যেখানে অভিনয় করবেন সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া।