04/22/2025 মুন্সীগঞ্জ জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা।
Mahbubur Rohman Polash
৪ আগস্ট ২০১৮ ০৮:৪০
সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি করেছেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ-মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ-মুন্সীগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিযনের জ্যামস গ্রীল চাইনজ এন্ড পার্টি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ছাত্র যুব ঐক্য পরিষদ-মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি তাপশ দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম বাহাদুর। বর্ধিত সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে হিন্দুরা আজও নির্যাতিত।আজও হিন্দুদের ওপর হামলা হচ্ছে, মঠ-মন্দিরে হামলা হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধান ধর্মীয় উৎসবে মাত্র এক দিনের ছুটি রয়েছে। এটা বৈষম্য। বক্তারা আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, সংসদে সংখ্যালঘুদের ৩৫টি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় করার দাবি জানান।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম বাহাদুর বলেন ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করে পবিত্র সংবিধানকে বার বার সংশোধনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়কে ২য় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংবিধানিক সমঅধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ সাংবিধানিক সমঅধিকার প্রতিষ্ঠার এ আন্দোলনকে বেগবান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান এক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান এক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস,মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য শ্যামল রায়, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি তপন কুমার দাস, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান ছাত্র যুব ঐক্য পরিষদ সাবেক সভাপতি বরুণ দাস, সিরাজদিখান ছাত্র যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ,লেখক সাংবাদিক উজ্জল দত্ত, সাংবাদিক গোপাল দাস হৃদয়, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান এক্য পরিষদের সভাপতি দিলিপ দত্ত,এ্যাডভোকেট পলাশ রায়, এ্যাডভোকেট পংকজ, এ্যাডভোকেট পিযুষ কুমার ঢালী প্রমুখসহ জেলা উপজেলাসহ নেতৃবৃন্দ।