04/22/2025 শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত
Mahbubur Rohman Polash
১৫ আগস্ট ২০১৮ ২১:২৫
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত ১৫ই আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক পদযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ করে। শোক পদযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, শেরপুর সার্কেলের অতিরিক্ত এসপি গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন করিব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুলবারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্রো, নির্বাচন অফিসার আনিসুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুনর রশিদ, ফেটেনারি কর্মকর্তা আবু রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবগ লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি সহ উপজেলা ডিজে উচ্চ বিদ্যালয়, টাউনকলোনী এজে উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়, প্রোগরেসিভ স্কুল এন্ড কলেজ সহ ভিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
শোক পদযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সিরাজুলইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুর রাহিম,
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ