04/22/2025 দূর্যোগ ব্যবস্হাপনায় অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় চাউল বিতরণ করেন সাংসদ এমিলি
Mahbubur Rohman Polash
১৮ আগস্ট ২০১৮ ২৩:১৩
দূর্যোগ ব্যবস্হাপনায় অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদুল আযহা ২০১৮ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় টংগিবাড়ী উপজেলায় কেশিমুলিয়া ইউনিয়ন,যশলং, দিঘীরপাড়, হাসাইল বানারী ও পাচগাও ইউনিয়নে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময়
উপস্হিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ।
উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব#জগলুল_হালদার_ভূতো ও সাঃ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক।
মোছাম্মৎ হাসিনা আক্তার (ইউ এন ও) টংগিবাড়ী।
জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাঃ সম্পাদক এড সোহানা তাহমিনা ও সদস্য ওয়াহিদ হালদার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ও এমিলি পারভীন।
থানা আওয়ামীলীগ এর সম্পাদক নাহিদ খান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম দেওয়ান,মজিবুর মেম্বার,গনি ঢালী সহ নেতৃবৃন্দ।
উপস্হিত ছিলেন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন, চেয়ারম্যান আলমাস চৌকদার, চেয়ারম্যান আরিফ হালদার,চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন ও
জেলা পরিষদের সদস্য জনাব আনিস রহমান।