04/22/2025 বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট
Mahbubur Rohman Polash
২০ আগস্ট ২০১৮ ০০:০৪
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে হাপুনিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে মারপিটের ঘটনা ঘটেছে। এতে মজনু মিয়া (৩৮) গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেকে ভর্তি রয়েছে।
এ ঘটনায় মজনুর স্ত্রী শিরিনা খাতুন বাদি হয়ে ৮ জনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনী উত্তরপাড়ার মৃত কাশেম আলীর ছেলে হাছেন আলী, হোসেন আলী, সাইফুল, হোসেন আলীর ছেলে মোমিন, হাছেন আলীর ছেলে ইমন, হাবিবরের ছেলে রনি, আবেদ আলীর ছেলে আলমসহ অজ্ঞাত ৪/৫ জন পূর্ব শত্রæতার জেরে গত বুধবার দুপুরে মজনু মিয়া ও শিরিনা খাতুনের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট শুরু করে। এ সময় মজনু মিয়া ও তার স্ত্রী শিরিনা খাতুন গুরুতর আহত হয়। তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। মজনুর অবস্থা আশংকাজনক হওয়া তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মজনুর স্ত্রী শিরিনা খাতুন বাদি হয়ে ওই রাতেই শেরপুর থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ওই মামলায় একজন কে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।