ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এক বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় পাচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পক্ষ থেকে ঘটনা স্থলে দশটি গাড়ি পাঠানো হয়েছে।
ভবনটি ক্রিস্টাল টাওয়ার নাম পরিচিত। টাওয়ার থেকে সকালে প্রচুর আগুন ও ধোঁয়া নির্গত হতে দেখা যায়। ভবনের একেবারে ওপরের তলায় কিছু লোক বন্দি হয়ে আছে।
স্থানীয়রা জানিয়েছেন, বহু মানুষ ওই বহুতলে আটকে পড়েছেন। ক্রেনের সাহায্যে উদ্ধার করা হচ্ছে তাদের।
দমকল বাহিনীর বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, প্রথমে জানানো হয়েছিল, ভবনটিতে লেভেল-২ ক্যাটেগরির আগুন লেগেছে। কিন্তু পরে আগুনের তীব্রতা আরো বাড়লে তা লেভেল-৩ অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়। পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, ভবনের ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। -এনডিটিভি ও জি নিউজ