04/20/2025 সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
Mahbubur Rohman Polash
২৫ আগস্ট ২০১৮ ১৬:৫২
সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
********************************
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত ৭১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিত চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিলাহি অইন্না ইলাহি রাজিওন।
আল্লাহ মরহুমকে বেহস্ত নসিব করুন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি যুববন্ধু ইসমাঈল চৌধুরী সম্রাট শোকার্ত পরিবার কে সমবেদনা জানান।
এবং ঢাকা মহানগর (দঃ)সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রচার সসম্পাদক আরমান হক বাবু শোকসন্তপত পরিবার কে সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমে জানাজার নামাজ আজ ২৫/০৮/২০১৮ রোজ শনিবার, মান্ডা ছাতা মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হইবে।