04/22/2025 সিরাজদিখানে সাংবাদিকের উপর হামলা
Mahbubur Rohman Polash
১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৭
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে দৈনিক সংগ্রাম পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি রিয়াজ মাহমুদ মান্নান এর উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ আগষ্ট মঙ্গলবার বিকাল অনুমান ৬টার সময় উপজেলার চিত্রকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমিনুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর হামলা চালায়। সাংবাদিক রিয়াজ মাহমুদ মান্নানকে আহত অবস্থায় স্থানীয়রা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষই নিলা ফুলা জখম হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা ।
এ ব্যপারে রিয়াজ মাহমুদ মান্নান বাদী হয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন।
রিয়াজ মাহমুদ মান্নান জানান, উপজেলা থেকে বাড়ীতে যাওয়ার পথে চিত্রকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাকে একা পেয়ে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার সাথে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা ও ২টি মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা আট হাজার চারশত টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা।
কেন হামলা হলো তার উপর এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন পত্র পত্রিকায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এবং পূর্ব শত্রুতার জেরে আমার উপর হামলা চালায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। আমি তাদের চিনতে পেরেছি। তাদের মধ্যে আমিনুল ইসলামের বিরুদ্ধে থানায় ডাকাতীসহ আরো করেকটি মামলা রয়েছে।
মান্নানের মামা শ্বশুড় মো: ইব্রাহীম খান সিরাজদিখান প্রেসক্লাবে সভাপতির বরাবর একটি লিখিত অভিযোগ করে জানান, বিগত ১২/১৩ বছর আগে মান্নানের সাথে আমার ভাগ্নি সুলতানার বিয়ে হয় । ওদের দুটি কন্যা সন্তান রয়েছে । এরমধ্যে মান্নান নাসরিন নামে অন্য এক লোকের গ্রৃহবধুকে মান্নান বিয়ে করে সুলতানার অনুমতি ছাড়া । ঘটনা জানাজানি হলে ৪জন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার শালিসে আমাদের দেওয়া হাওলাত বাবদ, মোহরানা, খরপোশ ও বাচ্চাদের ভরনপোষন বাবদ ৬,৭৫,০০০ টাকা জরিমানা করেন। কিন্ত মান্নান ৬ লাখ পরিশোধ করিলেও ৭৫ হাজার পরিশোধে টালবাহানা করায় আমার ভাগিনা আমিনকে টাকা দিবে বলিয়া মান্নানের ভগ্নিপতি খবর দিলে আমিন মান্নানের বাড়ী গেলে মান্নানের সাথে এক কথায় দু কথায় র্তাতর্কি হয়ে হাতাহাতি হয় । এতে মান্নান ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের নামে মিথ্যা অভিযোগ করে ।
সিরাজদিখান প্রেসক্লাবে সভাপতি কে এন ইসলাম বাবুল বলেন, রিয়াজ মাহমুদ মান্নান প্রেস ক্লাবের কোন সদস্য না । সে সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করেছে । আমরা যাচাই বাছায়ের পর বলতে পারবে সে সদস্য হতে পারবে কিনা । যেহেতু সদস্য না তাই তার ব্যাপারে তেমন কিছু এ মুহুর্তে বলতেও পারছিনা । তবে যতদুর জানি এটা তার পারিবারিক ঘটনা । তার আগের স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদের কারণে কিছু লেনদেন বাকী আছে সেটার কারণে ঘটেছে ।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আই.সি) হাফিজুর রহমান হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মান্নানের শ্বশুর বাড়ীর লোকজনের সাথে পূর্ব থেকেই তার শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন তাকে একা পেয়ে কিল ঘুষি থাপ্পর মেরেছে তারা। তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে মান্নান। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিব।