04/19/2025 বাসের চাপায় পুলিশ অফিসার
Mahbubur Rohman Polash
২ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪১
আজ মিরপুর বেড়িবাঁধে ঈগল পরিবহন এক্সিডেন্ট করে পালিয়ে যায়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে ধরার জন্য বাইক চালিয়ে পিছু নেয়। ড্রাইভার পালিয়ে মিরপুর ১ সনি হল দিয়ে রাইনখোলায় এলে পুলিশ কর্মকর্তা বাইক ওভারটেক করে তার পথ গতিরোধ করলে, ড্রাইভার তাকে চাপা দেয় ও ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তা দায়িত্বরত অবস্থায়ই নিহত হোন!!
দায়িত্ববান নিহত এই পুলিশ কর্মকর্তার নাম এস আই উত্তম তিনি ৩৩তম আউটসাইড ক্যাডেট ও রুপনগর থানায় কর্মরত বলে জানা যায়।আটককৃত খুনি ড্রাইভার ও হেল্পারের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।