মিয়ানমারের সামরিক বাহিনীর এ দমন-পীড়নের ব্যাপারে তিনি বলেন, ‘এখন ভাবলে মনে হয়, এ ক্ষেত্রে কিছু উপায় অবশ্যই ছিল যার মাধ্যমে রাখাইনের পরিস্থিতিটা আরো ভালোভাবে সামাল দেয়া সম্ভব ছিলো।’
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনায় একযোগে হামলার পর গতবছর ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই দমন-পীড়ন শুরু হয়। ফলে সেই সাথে শুরু হয় এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট।
এই সংকটের কারণে গত এক বছরে সাত লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে