04/22/2025 শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বগুড়ার শেরপুরে ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদককে বহিস্কারের দাবী
Mahbubur Rohman Polash
১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৮
আব্দুর রাহিম, শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল
হান্নানের বিরুদ্ধে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত
বক্তেব্যে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান আলী বলেন,
সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বিদ্যুৎ, রাস্তা, টিআর ও কাবিখা থেকে অর্থ
আত্মসাতের কারনে দলীয় সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই আমরা
ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ জরুরী মিটিং করে তাকে বহিস্কারের সিদ্ধান্ত
গ্রহন করি। ওই মিটিংয়ে ৪৭ জন স্বাক্ষর করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি আরো বলেন, দলের ও মিটিংয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিল না।
আমরা দলের সভাপতি গোলাম নবী বাদশাকে ডাকলে তিনি অসুস্থ থাকায় আসতে
পারেন নি। পরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত না থাকার বিষয়ে বললে তিনি জানান,
আজকে কাজের কারনে আসতে পারেন নি। খোজ নিয়ে জানা যায় দির্ঘদিন
থেকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ দুভাগে বিভক্ত হয়ে পরেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক, মুকুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিনেশ চন্দ্র
সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সদস্য আলহাজ্ব আব্দুল
হামিদ, হারেছ উদ্দিন, মোকলেছার রহমান, আব্দুল কাদের, মহসিন আলী প্রমূখ।
এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান
তালুকদার জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কোথাও আমি
কোন টাকা নিইনি। এ বিষয়ে দলীয় ফোরামে বিভিন্ন সময় আলোচনা হলে তা
মিথ্যা প্রমানিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া জানান,
নির্বাচনের আগে কাউকে দলীয় পদ থেকে বহিস্কার ও দলীয় পদ স্থগিত করা যাবেনা
মর্মে কেন্দ্রীয় নির্দেশনা আছে। তাছাড়া তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা
সম্পূর্ন অগনতান্ত্রিক।
বগুড়ার শেরপুরে বহিস্কৃত প্রধান
শিক্ষকের
সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে
আদালত
আব্দুর রাহিম, শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী
বিধি বহির্ভূত, ভুয়া ভোটারসহ তফসিল ঘোষনা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে
বগুড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন বিদ্যালয়ের দাতা সদস্য শুভেন্দু
লাহিড়ী। এ মামলার প্রেক্ষিতে ম্যানেজিং কমিটিকে কারণ দর্শানোসহ
বহিস্কৃত প্রধান শিক্ষকের জোরপূর্বক পুন: ক্ষমতায়নের পরের সকল কার্যক্রম অবৈধ
ঘোষনা করেছেন বিজ্ঞ আদালত।
মামলা সুত্রে জানা যায়, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নতুন কমিটি করার
জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রিজাইডিং অফিসার মো. নাজমুল হক অবৈধ
পন্থায় গত ২৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষনা করেন এবং স্কুল বন্ধ থাকা
অবস্থায় ২৮ আগস্ট থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেন। এদিকে নির্বাচন
পরিচালনা কমিটির বিরুদ্ধে ২৩ জন ভুয়া শিক্ষার্থী দেখিয়ে ভোটার তালিকা
প্রস্তুত, ৩ দাতা সদস্যকে অবগত না করে গোপনে নির্বাচনী কার্যক্রম
পরিচালনাসহ আরো অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। এই কারনে ম্যানেজিং
কমিটির দাতা সদস্য শুভেন্দু লাহিড়ী বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর বুধবার বগুড়ার
শেরপুর সহকারী জজ আদালতে ১১০/২০১৮ মামলা দায়ের করেন। এ মামলা প্রেক্ষিতে
শুনানী শেষে ১১ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন স্থায়ীভাবে স্থগিতসহ
বহিস্কৃত প্রধান শিক্ষকের জোরপূর্বক পুন: ক্ষমতায়নের পরের সকল কার্যক্রম অবৈধ
ঘোষনা সকল কার্যক্রম স্থগিত করেন বিজ্ঞ আদালত ।
এরফলে ওই বিদ্যালয়ের আইন অমান্যকারী, ঘুষ দুনীর্তি, স্বজনপ্রীতি,
স্বেচ্ছাচারিতা ও অসদাচারনের অভিযোগে অভিযুক্ত বহিস্কৃত প্রধান শিক্ষক
আবু সাঈদ শেখ ও আব্দুল মোমিনের স্বাক্ষরিত ব্যাংক লেনদেন এবং বিভিন্ন
অফিসে বিদ্যালয় সংক্রান্ত কোন কাজে সহযোগীতার না করতে গত ১৬ সেপ্টেম্বর
উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের
মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে অবহিতকরণ আবেদন করেছেন বলে ম্যানেজিং
কমিটির দাতা সদস্য শুভেন্দু লাহিড়ী জানিয়েছেন।
বগুড়ার শেরপুরে গ্যাস
ট্যাবলেট
খেয়ে চাতাল শ্রমিকের
আতœহত্যা
আব্দুর রাহিম, শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরের বনমরিচা গ্রামে অসুস্থ থাকার কারণে গ্যাস ট্যাবলেট
খেয়ে গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম
(৫০) বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছে। জানা যায়, উপজেলার
গাড়িদহ মডেল ইউনিয়নের বনমরিচা গ্রামের মৃত ফজর আলীর ছেলে
চাতাল শ্রমিক শহিদুল ইসলাম দির্ঘদিন ধরে পেটের ব্যথা সহ্য করতে না
পেরে গত সোমবার রাত ১০টার দিকে পরিবারের লোকজনের অগোচরে
গ্যাস ট্যাবলেট খায়। এতে সে অসুস্থ হয়ে পরলে তাকে বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি
করে দেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে
মারা যায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আব্দুর রাহিম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি