04/23/2025 মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Mahbubur Rohman Polash
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৭
শুক্রবার দিনে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে ।
প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষিকা গতকাল দুপুরে সিরাজদীখান থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন ।
রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম কেয়া জানান ,শুক্রবার বিকালে চুরির খবর পেয়ে আমি স্কুলে এসে দেখতে পাই আমার অফিসে রুমের তালা ভেঙ্গে আলমারী থেকে দুটি ল্যাপটপ,১ টি প্রজেক্টর এবং ১ টি সৌর বিদ্যুতের ব্যাটারী নেই যার আনুমানিক মুল্য হবে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.হেলাল উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব ।