05/12/2025 বগুড়ার শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
Mahbubur Rohman Polash
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৯
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে জমিজমা সংক্রান্ত জেরে ডাব পাড়াকে কেন্দ্র করে
দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার
দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ
ঘটনা ঘটেছে।
শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার
খামারকান্দি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের
ছেলে বাবলু মিয়ার সাথে (পৈত্রিক সুত্রে পাওয়া) সম্পত্তি নিয়ে
একই গ্রামের মৃত গানা ফকিরের ছেলে হোসেন আলীর সাথে
দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত
২১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বাবলু মিয়ার নিজ দখলীয়
সম্পত্তির উপর ডাব গাছ থেকে বাবলুর চাচা সাদেক আলী ও তার
ছেলে মামুনুর ডাব পারতে গেলে তাদের সাথে গানা ফকির এর
ছেলে হোসেন আলী ও তার ছেলে মাসুদ এর সাথে কথা
কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময়
হোসেন আলী, মাসুদ রানা তাদের হাতে থাকা রাম দা দিয়ে
আহতদের এলোপাথারী কোপাতে থাকে। গুরুতর আহত সাদেক
আলি, মামুনুর রশিদ, ইয়াছিন আলী, ছাবেদ আলী কে স্থানীয়রা
উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ ঘটনায় ৭জন জনকে আসামী করে ২১ সেপ্টেম্বর সন্ধায় শেরপুর
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা
হলো হোসেন আলীর ও তার ছেলে মাসুদ রানা (৩৫), কাজেম
উদ্দিনের ছেলে টুকু (৪৫), লাল মিয়া (৪০), ববিতা (২৮), সেলিনা
বেগম (৩৫), কোহিনুর বেগম (৪০)।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায়
অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।