05/12/2025 মুন্সীগঞ্জের গজারিয়া বাসীর দীর্ঘ দিনের দাবী পূরন করলে সড়ক ও সেতুমন্ত্রী
Mahbubur Rohman Polash
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নতিকরণ কাজের উদ্বোধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে ঢাকা-কক্সবাজার সফরকালে তিনি মহাসড়কের ভবরচর এলাকায় এই কাজের উদ্বোধন করেন। দীর্ঘ দিনের দাবী পূরন হওয়ায় আনন্দিত গজারিয়া বাসী।
১২.৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৪টি ব্রীজ ও ১টি কালভার্ট আছে। এর ব্যয় ধরা হয়েছে ৮০.৫৮ কোটি টাকা। ২০২০ সালের ৩১ডিসেম্বর কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।