
জন্মদিনে ভালোবাসায় সিক্ত যুববন্ধু
সম্রাট
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী
সম্রাটের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে আজ ২৪ সেপ্টেম্বর রাত ১২
টায় তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

যুবজাগরণ
ভবনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
প্রথম প্রহরেই শত শত নেতাকর্মীর ভিড় ছিল তার কাকরাইল অফিসে।বাংলাদেশ কেন্দ্রিয় ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক ছিদদিকি নাজমুল হোসেন ও এস এম জাকির হোসেন ছাএলীগের পক্ষথেকে বিশাল কেক আনেন, সম্রাট
কেক কেটে সবাইকে খাইয়ে দেয় হয়। তাকে শুভেচ্ছা
জানান

এসময় সবাই শুভ শুভ দিন, সম্রাট ভাইয়ের জন্মদিন, সম্রাট ভাইয়ের জন্য
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ধন্য ¯স্লোগান দেন। পরে সবাই ফুলের তোরা
দিয়ে শুভেচ্ছা জানান।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজতবা জামান পপি, সিনিয়র সহ - সভাপতি, মাইনুদ্দিন রানা,ছারোয়ার হোসেন মনা,সোহরাব হোসেন স্বপন, মুহামমদ মাহবুবুর রহমান পলাশ, আরমান হক,খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক, জাফর হোসেন রানা,ওমর ফারুক,
সাংগঠনিক সম্পাদক, খালেদ মাহমুদ, মিজানুর রহমান বকুল,গাজী সারোয়ার হোসেন, প্রচার সম্পাদক, আরমান হক বাবু, মুক্তি -যোদধা সমপাদক গোফরান গাজী, সাস্থ সসম্পাদক সৈয়দ মারশীদ শুভ, এান ও সমাজ কল্যান সমপাদক রুমি, ঢাকা মহানগর উঃ ছাএলীগের সবেক সভাপতি রবিউল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দঃ ছাএলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান, যুবলীগের নেতা পিন্টু গাজী, নাজির হোসেন, এস এম ফালান, অনুস্থানের মনোমুগ্ধকর ছবি ফ্রেম বন্দী করেন ত্যাগী বিনয়ী কাজী মাহতাব সহ হাজারো নেতা কর্মী।
