ভারতের দক্ষিণাঞ্চলীয় অনঃন্তনাগরে প্রথম বন্দুকযুদ্ধ হয়। দ্বিতীয় বন্দুকযুদ্ধ হয় শ্রীনগরে।
কর্মকর্তারা জানান, তৃতীয় বন্দুকযুদ্ধ হয় বুধগামে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, অনন্তনাগের দুরু গ্রামে ভোরে এক বন্দুকযুদ্ধে এক সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগরের নুরবাগে আরেক বন্দুকযুদ্ধে একজন বেসামরিক নাগরিক নিহত হয়। বান্দিপুরার চাদুরা গ্রামে তৃতীয় বন্দুকযুদ্ধ হয়।
ভারত বিরোধী বিক্ষোভের আশংকায় কর্তৃপক্ষ এ অঞ্চলের তিনটি জেলার সবগুলোতে মোবাইল ও ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন রেখেছে।
খবরে বলা হয়, বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ প্রতিরোধে শ্রীনগরে লোকজনের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।