04/23/2025 বগুড়ার শেরপুরে চাকরী দেয়ার নামে প্রতারণা, থানায় অভিযোগ
Mahbubur Rohman Polash
৪ অক্টোবর ২০১৮ ২৩:০৫
আব্দুর রাহিম, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর চাকরী দেয়ার নামে প্রতারণা করার ঘটনায় গত বুধবার রাতে মাসুম আকন্দ (২২) ও তার পিতা মোঃ রফিক আকন্দ (৪৫) এর বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের সহর আলীর ছেলে মাহফুজার রহমানকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসে চাকরী দেয়ার কথা বলে চক খানপুর গ্রামের রফিক আকন্দের ছেলে মাসুম আকন্দ গত ৩ মাস আগে দেড় লাখ টাকা চুক্তি করে। পরে মাসুমের পিতা ৫ দিনের মধ্যে চাকরীতের যোগদান করানো কথা বলে সহর আলীর বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে আসে। মাসুম আকন্দ গত ২ আগস্ট ট্রেনিং এর কথা বলে মাহফুজারকে ঢাকা নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কৌশলে আটকে রাখে। তাদের কাজকর্ম সন্দেহ হলে ২০ দিন পর মাহফুজার পালিয়ে বাড়িতে আসে।
মাসুমের পিতাকে দেয়া টাকা ফেরত চাইলে তাকে প্রাননাশের হুমকি দেয় এবং নানা ভয়ভীতি দেখায়। এ ঘটনায় গত বুধবার রাতে মাহফুজার রহমান বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল হোসেন ভুইয়া বলেন, আমি মাসুমের সাথে ফোনে কথা বলেছি। সে টাকা নেয়ার কথা স্বীকার করেছে। খুব দ্রত এর ব্যবস্থা নেয়া হবে।