04/19/2025 ঢাবির ৫১তম সমাবর্তন আজ
Mahbubur Rohman Polash
৬ অক্টোবর ২০১৮ ১২:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন আজ। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক সংখ্যক গ্রাজুয়েট অংশগ্রহণ করবেন। এবার সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ২১ হাজার ১১১ জন গ্রাজুয়েট।
রাজধানীর অধিভুক্ত সাতটি কলেজের জন্য কেন্দ্রীয় খেলার মাঠের বাইরে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থাকবে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ভিসি কার্যালয় সংলগ্ন আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাবর্তন সফল করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চেয়ে ঢাবি ভিসি বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে রাজধানীর অধিভুক্ত সাত সরকারি কলেজের রেজিস্ট্রেশন করা গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।