12/11/2025 তাড়াশে দুদিন ব্যাপি নারী অধিকার ও নির্যাতন বিষয়ক প্রশিক্ষন সমাপ্তি
Mahbubur Rohman Polash
১০ October ২০১৮ ১৩:১০
সিরাজগঞ্জের তাড়াশে ইউরোপীয়ান ও নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় পরিচালিত ষ্ট্রেংদেন্ড সিভিল সোসাইটি প্রোটেক্ট এন্ড প্রোমেট’স ওমেন রাইট প্রকল্পের আওতায় নারী অধিকার ও নির্যাতন বিষয়ক দুদিন ব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে।
আমরাই পারি (ডব পধহ) পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে সোমবার ও মঙ্গলবার নিমগাছী শাখা অফিসে উপজেলার ৪টি ইউনিয়নের নাগরিক জোটের ২০জন সদস্য প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষন পরিচালনা করেন ফিল্ড অফিসার মাহবুব আলম। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড ফেসিলিটেটর মো. কামরুজ্জান ও ফিরোজা খাতুন।