04/23/2025 ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেলের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন
Mahbubur Rohman Polash
১০ অক্টোবর ২০১৮ ২১:১৪
আগামী ১৪ অক্টোবর রোজ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেলের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।
এ উপলক্ষে আজ ১০ ই অক্টোবর রোজ বুধবার বিকেল ৪ টায় শ্রীনগর উপজেলায় এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি মুন্সীগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
সভাপতিত্ব করেন জনাব জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর,মুন্সীগঞ্জ। উপস্হিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ সভাপতি সেলিম আহমেদ ভুইয়া, ও সহ উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্হিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, টংগিবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল,জেলা পরিষদের সদস্য আকলিমা আক্তার, সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফয়জুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীনগর-মোঃ ইউনুস।