04/20/2025 ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় একটি ঐতিহাসিক দৃষ্টান্ত : ভূমিমন্ত্রী
Mahbubur Rohman Polash
১২ অক্টোবর ২০১৮ ১৫:০৩
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় একটি ঐতিহাসিক দৃষ্টান্ত।
তিনি বলেন, দেশে আইনের শাসন শতভাগ বিদ্যমান। এ কারণে ১৪ বছর পরে হলেও বাংলাদেশের আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের বিচারের রায় হয়েছে।
মন্ত্রী আজ সকালে ঈশ্বরদী শের শাহ রোডে তার বাসায় গ্রেনেড হামলার রায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শামসুর রহমান বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চিরতরে সড়িয়ে দেওয়ার হীন চক্রান্ত ছিল ওই হামলা। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা সেদিন রক্ষা পেয়েছিলেন। কিন্তু সেদিন ষড়যন্ত্রকারী ও হত্যাকারীরা গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল যার ক্ষত কোনো দিন মুছে যাবে না। বাঙালি জাতি ঘৃণা ভরে এ দিনটি স্মরণ করবে।
এ সময় ভূমিমন্ত্রী গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহর রহমত থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী এবং অন্য কোন অপশক্তি জননেত্রী শেখ হাসিনার এতটুকু ক্ষতি করতে পারবে না।
মন্ত্রী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।