04/21/2025 ৮ পর্বতারোহীর প্রাণহানি ঘটল নেপালে
Mahbubur Rohman Polash
১৩ অক্টোবর ২০১৮ ১৪:০০
নেপালের গুর্জা পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহী প্রাণ হারিয়েছে। তুষারঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।
নেপালী কর্মকর্তারা শনিবার এ তথ্য জানায়।শনিবার উদ্ধারকর্মীরা আট জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সাত পবর্তারোহী ও তাদের নেপালী গাইড রয়েছে। তবে বিরূপ আবহাওয়া ও তুষারপাতের কারনে উদ্ধারকাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না ।
পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা বলেন,‘প্রবল তুষারঝড়ের কারনে গাছ-পালা ভেঙে পড়ে এবং তাঁবু ছিন্নভিন্ন হয়ে যায়। এমনটি মৃতদেহগুলোও ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।’
অপর একজন পর্বতারোহী নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান। দলটির আয়োজক সংস্থা ট্র্যাকিং ক্যাম্প নেপালের কর্মকর্তা ওয়াংচু শেরপা বলেন, ‘গত ২৪ ঘন্টায় পর্বতারোহীদের সাথে কোন সংযোগ না ঘটায় তারা ঘটাতে দুর্যোগ সতর্কতা জারি করেন। গ্রামবাসী ও হেলিকপ্টার দিয়ে তাদেও সন্ধান করেন।’
দক্ষিন কোরিয়ান দলটি ও তাদের গাইড গুর্জা পর্বতের ৭ হাজার ১৯৩ মিটার উচ্চতায় (২৩ হাজার ৫৯৯ ফুট) ক্যাম্প স্থাপন করেছিলো। তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষায় ছিলো পর্বতের চূড়ায় উঠার জন্য।- খবর এএফপি’র।