04/19/2025 সরকারি এডওয়ার্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
১৫ অক্টোবর ২০১৮ ১৮:৪৪
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণি ভিত্তিক ‘মাদকাসক্তিই যুব সমাজের নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে চূড়ান্ত এ বিতর্ক প্রতিযোগিতায় মানবিক বিভাগ ও বিজ্ঞান (ক) বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পাবনা উপ-অঞ্চলের উপ- পরিচালক পারভীন আক্তার। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিতর্ক প্রতিযোগিতার আহŸায়ক ডা. এ.কে.এম. শওকত আলী খান।
বিতর্ক প্রতিযোগিতায় মানবিক বিভাগ বিজয়ী হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন, প্রভাষক রাজু আহমেদ, সোহাগ হোসেন। ক্যাপসন : সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণি ভিত্তিক ‘ মাদকাসক্তিই যুব সমাজের নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অতিথিবৃন্দের সাথে বিচারকমন্ডলী।