04/23/2025 পুলিশের অভিযান চলছে নরসিংদী জঙ্গি আস্তানায়
Mahbubur Rohman Polash
১৬ অক্টোবর ২০১৮ ১৬:০১
নরসিংদী প্রতিনিধি: আজ সকাল ১০টার পর সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, প্রথম মোদের নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে যে দুটি বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা, সেখানে অভিযান শুরু হয়েছে।
মনিরুল ইসলাম আরো বলেন, ‘আমরা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয়েছি এখানে একাধিক জঙ্গি বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছে। তবে বিস্ফোরক দ্রব্যের পরিমাণ বলতে পারছি না।’
‘জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার জন্য আশপাশের লোকজনকে সরিয়ে নিয়েছি। অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।
অল্প কিছুক্ষণের মধ্যেই সোয়াত টিম অভিযান শুরু করবে। এখনই অভিযান শুরু করবে। আমরা প্রথমে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করব। তা না হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর শেখেরচর ও মাধবদীর জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির আশপাশে এলাকা দিয়ে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।