04/18/2025 হাতিরঝিলে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত
হাতিরঝিলে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত
Admin 1
২৯ মার্চ ২০১৭ ১১:২৭
রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনায় মোটর সাইকেলটির আরোহী এক নারীও আহত হন বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এমএ জলিল। তিনি বলেন, রাত ১০টার দিকে হাতিরঝিলে পুলিশ শপিং মলের কাছে দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহী এক পুরুষ ঘটনাস্থলেই মারা যায়। আহত নারীকেগুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, “তবে আমরা ধারণা করছি, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে ট্রাকের নিচ থেকে মোটরসাইকেলটি টেনে বের করেন। আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: