04/23/2025 গ্রেফতার হলেন এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দিন আলম
Mahbubur Rohman Polash
১৭ অক্টোবর ২০১৮ ১৭:১৫
চট্টগ্রামের এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দিন আলমকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সিনিয়র সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান জানিয়েছেন, এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দিন আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
কোন অপরাধ বা মামলায় শাহাবুদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়টি ওই মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।’
সিআইডির একটি সূত্র জানায়, প্রতারণা ও জালিয়াতির মামলায় শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।