04/20/2025 সিরাজদিখানে পূজামন্ডপ পরিদর্শন করলেন গিয়াস উদ্দিন আহমেদ
Mahbubur Rohman Polash
১৭ অক্টোবর ২০১৮ ১৮:৪৭
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন আহমেদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৭ই অক্টবর বুধবার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন, বাসাইল ইউনিয়ন, লতব্দী ইউনিয়ন, রশুনিয়া ইউনিয়ন, বয়রাগাদি ইউনিয়ন ও মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বক্তৃতা প্রদান, পূজামন্ডপ পরিদর্শন, পূজারী ও ভক্তদের সাথে
শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে জাচ্ছেন।
সম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতিকে এগিয়ে নিয়েছে। আর এই কারণেই সকল ধর্মের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে। এছাড়াও তিনি আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এসময় তার সাথে ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজী মোঃ মহসিন খান মন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি
হাজী মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফয়সাল, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট খান বাবু, লতুব্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, এলাকার বিভিন্ন গন্য মান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।