04/23/2025 নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ৩০
Mahbubur Rohman Polash
২২ অক্টোবর ২০১৮ ১৫:৫১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
২২ সেপ্টেম্বর, সোমবার সকালে দফায় দফায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টায় আদমজী ইপিজেডের ফটকে অবস্থান নেন স্থানীয় সোয়াদ ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা।
এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল ৮টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করতে থাকেন। পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। শ্রমিকরা সড়কে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করেন এবং একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।