04/20/2025 রাজনৈতিক জোট নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ- প্রধানমন্ত্রী
Mahbubur Rohman Polash
২২ অক্টোবর ২০১৮ ১৯:২৭
রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ অক্টোবর, সোমবার গণভবনে সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সম্প্রতি অনুষ্ঠিত সৌদি আরব সফর সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, তারা ভালো কাজ করবেন। আওয়ামী লীগ কখনো এটি নিয়ে চিন্তিত নয়। বরং এটা ভালো যে, তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমি স্বাগত জানাই যে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এটা প্রয়োজন ছিল। আমি মনে করি, যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারেন এবং রাজনৈতিক সফলতা অর্জন করেন, তাহলে সমস্যা কোথায়?’
দেশে রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা রয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি বিচার ব্যবস্থাও স্বাধীন। বর্তমান বাংলাদেশে সাংবাদিকসহ সব মানুষ স্বাধীনতা ভোগ করছেন।’
সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের খাদেম সালমানের আমন্ত্রণে গত মঙ্গলবার চার দিনের দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব যান শেখ হাসিনা।
সফরকালে তিনি বুধবার রিয়াদে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বুধবার রাতে তিনি মদিনায় মসজিদে নববীতে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং বৃহস্পতিবার মক্কা শরিফে পবিত্র ওমরা পালন করেন।
এছাড়া প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ সৌদি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক সভায় যোগ দেন। অনুষ্ঠানে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়।
শেখ হাসিনা বুধবার রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব ভূমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন এবং বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সফর শেষে শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।-খবর বাসসের