04/23/2025 সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিরাজদিখানে র্যালী অনুষ্টিত
Mahbubur Rohman Polash
২২ অক্টোবর ২০১৮ ২১:৫৪
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ কর্মসূচীর আওতায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখানে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে সিরাজদিখান বাজার থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত গিয়ে র্যালীটি শেষ হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া’র নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহণ করেছেন উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আজম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।