05/03/2025 (রাবির) ভর্তি পরীক্ষায় প্রক্সির অপরাধে ১ শিক্ষার্থীর কারাদণ্ড
Mahbubur Rohman Polash
২৩ অক্টোবর ২০১৮ ১৫:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি (অন্যজনের পরীক্ষা) দেওয়ার অপরাধে সাবেক এক শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
২৩ অক্টোবর, মঙ্গলবার ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০-এর ৩ ধারা মোতাবেক খ নং উপধারায় কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত শিক্ষার্থীর নাম মনসুর রহমান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
মনসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের সাবেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনে বাণিজ্য অনুষদের অধীন বি-২-এর পরীক্ষা ছিল।
৫৩২৬৫ রোলধারী ভর্তিচ্ছু শিক্ষার্থী আল-আমিনের ছবি পরিবর্তন করে ওই ভবনের ৪২৫ নম্বর কক্ষে পরীক্ষা দিতে আসেন মনসুর। পরে তিনি কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়েন।