04/23/2025 বর্তমান সরকার বিনামূল্যে গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ করে দিচ্ছেন –বগুড়া জেলা প্রশাসক
Mahbubur Rohman Polash
২৩ অক্টোবর ২০১৮ ১৮:৩৮
নবাগত বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, বর্তমান সরকার “যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় হাজার হাজার গৃহহীনদের বিনামূল্যে ঘর নির্মাণ করে দিচ্ছেন।
সোমবার বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের মহেশপুর গ্রামে “যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় একজন উপকারভোগীর নির্মাণকৃত ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবির, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, সহকারি উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।