05/01/2025 কুষ্টিয়ায় আখখেত থেকে উদ্ধার হলো কঙ্কাল
Mahbubur Rohman Polash
২৫ অক্টোবর ২০১৮ ১৩:৪৩
কুষ্টিয়ার মিরপুরে আখখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
২৫ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের একটি আখখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে একটি আখখেতে মানুষের কিছু হাড় দেখতে পান। খবর পেয়ে পুলিশ একটি কঙ্কাল উদ্ধার করে। তবে কঙ্কালটি কার তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটা কোনো পুরুষের কঙ্কাল।
পুলিশ কঙ্কালটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।