05/02/2025 অস্ত্রসহ গাজীপুরে আটক ২
Mahbubur Rohman Polash
২৫ অক্টোবর ২০১৮ ১৩:৪৯
গাজীপুর মহানগরে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
২৪ অক্টোবর, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরের পুবাইল থেকে একটি বিদেশি পিস্তল ও চাকুসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুসা (২২) ও মোস্তাফিজুর রহমান (২৩)। তাদের দুজনের বাড়ি ঢাকার টিএনটির কড়াইল বস্তি এলাকায়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুবাইল কলেজ গেট রেলক্রসিং এলাকায় নিয়মিত চেক করছিলেন পুলিশ। এ সময় তাদের দুজনের কাছ থেকে তিন রাউন্ড গুলি ভরা একটি বিদেশি পিস্তল ও একটি অটো গিয়ার চাকু উদ্ধার করা হয়।