04/18/2025 এখন সুযোগ নেই সড়ক পরিবহন আইন সংশোধনের-আইনমন্ত্রী
Mahbubur Rohman Polash
২৮ অক্টোবর ২০১৮ ১৭:১৩
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের শুরুর দিন সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তির মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এখন আর আইন সংশোধনের কোনো সুযোগ নেই।
সপ্তাহিক ছুটি শেষে কর্মদিবসের প্রথম দিন রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হওয়া এ পরিবহন ধর্মঘটকে এরই মধ্যে ‘নৈরাজ্য’ উল্লেখ করে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দুপুর ১২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই সরকারের হাতে যে সময় আছে, তাতে সড়ক পরিবহন আইনটি আর সংশোধনের কোনো সুযোগ নেই। শ্রমিক নেতারা আইনটি ভালোভাবে না পড়েই আন্দোলনে নেমেছেন।’
রাজধানীর বিচার ও প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।