04/20/2025 ইভিএম ব্যবহারের লক্ষ্যে আরপিও সংশোধনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
Mahbubur Rohman Polash
২৯ অক্টোবর ২০১৮ ১৯:২৭
মন্ত্রিসভা আজ ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্বাধীন নির্বাচন কমিশনকে ‘ইভিএম’ ব্যবহারের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত এ সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পরবর্তী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবে।’
তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে খসড়া ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) আইন ২০১৮’ কার্যকর হবে।
মো. শফিউল আলম বলেন, সংশোধিত আইনে নির্বাচন কমিশনের বিধান অনুসারে প্রার্থীরা যে কোন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে মনোনয়নপত্র জমাদানের সুযোগ পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের পূর্বে ঋণ খেলাপিরা তাদের ঋণ পুনঃতফসিল করতে পারবেন। আগে তাদের মনোনয়নপত্র জমাদানের সাতদিন পূর্বে ঋণ পুনঃতফসিল করতে হতো।-খবর বাসসের