04/19/2025 দুপচাঁচিয়ায় পূজা উদযাপন পরিষদের বিজয় পুনর্মিলনী ও সংবর্ধনা
Mahbubur Rohman Polash
৩ নভেম্বর ২০১৮ ১৭:৩৯
বগুড়া, দুপচাঁচিয়ায় প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ী চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, গৌর নিতাই আখড়ার সেবাইত গোপাল চন্দ্র স্যান্যাল, সাধু বাদল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সহসভাপতি তপন কুমার কুন্ডু, জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুজ্জামান সাগর, সাবেক মহিলা কাউন্সিলর তাপসী রানী, শুভ্রা রানী চক্রবর্তী প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে পুনরায় অসীম কুমার দাসকে সভাপতি, রমেন্দ্রনাথ পোদ্দারকে সাধারণ সম্পাদক মনোনীত করে দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।