04/20/2025 ১৪৩ রানে অলআউট বাংলাদেশ
Mahbubur Rohman Polash
৪ নভেম্বর ২০১৮ ২১:১৩
সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হলো স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পেল জিম্বাবুয়ে। কারণ প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে। বাংলাদেশের তাইজুল ১০৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে আরিফুল হক অপরাজিত ৪১, মুশফিকুর রহিম ৩১, মেহেদি হাসান মিরাজ ২১, মোমিনুল হক ১১, লিটন দাস ৯, তাইজুল ইসলাম ৮, ইমরুল কায়েস-নাজমুল হোসেন শান্ত ৫ করে, নাজমুল ইসলাম ৪ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, আবু জায়েদ শুন্য রান করে করেন। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা ৩টি করে উইকেট নেন।