04/23/2025 ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ
Mahbubur Rohman Polash
১২ নভেম্বর ২০১৮ ১৭:০৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৩০ ডিসেম্বর রোববার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘নির্বাচনে সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে। এ জন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।