04/23/2025 পুলিশে ওপর হামলা ও অগ্নিসংযোগকারীরা বিএনপির-ডিএমপি কমিশনার
Mahbubur Rohman Polash
১৫ নভেম্বর ২০১৮ ১৪:২৭
স্টাফ রিপোর্টার: ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিভিন্ন মাধ্যমের ভিডিও ফুটেজ দেখে নয়ল্টেনে বুধবারের সংঘর্ষের জড়িতরা শনাক্ত হয়েছে। সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তিনি বলেন, আমাদের একটা এপিসি কারেও আগুন দেয়া হয়।
কিন্তু চালকের বুদ্ধিমত্তায় আগুন নেভানো সম্ভব হয়। সংঘর্ষে আতাদের পুলিশের ৫ জন অফিসারসহ ২৩ জন সদস্য আহত হয়েছেন। যারা এই মূহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমারা দেখেছি বিভিন্ন লাঠি ও বাশ দিয়ে পুলিশ সদস্যদের পেটানো হয়েছে। ইটপাটকেল ছুড়া হয়েছে।
বিভিন্ন টিভির ফুটেজ দেখা গেছে, একজন পুলিশকে পেছন থেকে মারতে মারতে ধাওয়া করে নেয়া হয়েছে। পরে তিনি একটি ব্যাংকে আশ্রয় নেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এটি শুধু মারা বা হামলা নয়। বড় ধরণের ঘটনা ঘটনোর একটি পূর্বপরিকল্পনা ছিলো বলে আমাদের মনে হচ্ছে।
ইতোমধ্যে এ ঘটনার পর্যালোচনা করে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬০ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদেরও বিভিন্ন ইলেট্রনিক মিডিয়া ও স্যোসাল মিডিয়ার ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ চলছে। নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে মামলার তদন্ত করতে ইতোমধ্যে আমাদের ডিবি পুলিশের পাশাপাশি মতিঝিলের ক্রাইম ডিভিশনের চৌকশ অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি বলতে চাই যারা এ ধরণের উদ্দেশ্যপূর্ণভাবে জনজীবনকে দূর্বিসহ করতে, জননিরাপত্তা বিঘ্ন করা,ভীতিকর অবস্থার সৃষ্টি করা এবং একটি অসৎ উদ্দেশ্যে এমন নগ্ন পৈশাচিক হামলা করেছে, ইতোমধ্যে মামলা হয়েছে। অবশ্যই তাদের বিচারের সম্মুখিন করা হবে।