04/19/2025 বগুড়ায় মেধার মূল্যায়ন পেল মেধাবী শিক্ষার্থীরা
Mahbubur Rohman Polash
১৭ নভেম্বর ২০১৮ ১৬:৩১
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে শহীদিয়া কামিল মাদরাসায় নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদান করা হয়েছে। গত ১৭ নভেম্বর শনিবার সকালে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সম্মানীত সদস্য শেরপুর শহর আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন মাওঃ মুফতি শফিকুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ শামছুল হক প্রাং, প্রভাষক মাওঃ
মোহাম্মাদ আলী, মাওঃ মনিরুজ্জামান, মাওলানা মোঃ কামাল হোসেন, মাহমুদল রহমান প্রমুখ। অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন ছাত্র- ছাত্রীদের মাদ্রাসা শিক্ষায় মনোযোগী ও আগ্রহী করতে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সকলের সহযোগিতা থাকলে
আগামীতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা যাবে। আর এ উদ্যোগটি মাদরাসার সভাপতি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টা ও বদান্যতার ফলেই সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ইবতেদায়ী ৫ম শ্রেণি পর্যন্ত যোগ্য ৮০জন শিক্ষার্থীদেরকে মাদরাসার পক্ষ থেকে উপবৃত্তি প্রদান করা হয়।